Sunday, 25 October 2020

ভৌগোলিক উপকথা -6 GEOGRAPHY

* প্রণালীর চেয়ে প্রশস্ত দুটি বৃহত্তর জলভাগের সংযোগকারী জলভাগ : সাউন্ড (Sound)I


* পর্বতের ঢাল ও তার পেডিমেন্টের মধ্যবর্তী কোণ : সানুকোণ (Piedmontangel) I


* অধিহিমবাহ অঞ্চলে বলিতে ঢাকা সীমান্ত পলিভূমি : সাণ্ডুর (Sandor)I


* নুড়ি ও বড় বড় শিলাখণ্ডের মধ্য দিয়ে সাগরে প্রবেশমান খাঁড়ি : সার্ন (Sarn)I


* হিমকণাবাহী প্রবল বায়ুর ক্রিয়ায় তুষারক্ষেত্রে উৎপন্ন সুতীক্ষ্ণ শৈলশিরা : সাস্ত্রুগা (Sastruga)I


** উষ্ণ এবং সাধারণ প্রস্রবণের জল, হ্রদ কিম্বা নদীর জল থেকে অধঃক্ষিপ্ত কঠিন রাসায়নিক অধঃক্ষেপ : সিণ্টার (Sinter)I


* দুটি তুষার ফাটলের ছেদবিন্দুতে দৃশ্যমান সুক্ষ শীর্ষ হিমদেহ : সেরাক (Serac)I


* সাগর সৈকত তটরেখার সাথে মোটামুটি সমান্তরালভাবে অবস্থিত সরু খাত : সোয়েল (Swale)I


* বর্ষণ স্তর মেঘের নিচে ছিন্নভিন্ন এবড়ো-খেবড়ো মেঘের সমষ্টি : স্কুড (Scud)I


* দুটি ভূভাগীয় ভূগাঠনিক প্লেটের অন্তর্বতী কীলকাকৃতি মহাসাগরীয় প্লেট : স্ফেনোপিজম (Sphenopiezm)I


*যেসকল জীব তাদের সারাজীবনই প্লাঙ্কটন হিসাবে অতিবাহিত করে : হলো প্লাঙ্কটন (Holoplankton)I


* বিস্তীর্ণ সমতলভূমির মতো অবন্ধুর মালভূমিতে অবস্থিত অধিশিলা ও মসৃণ নুড়ির পাতলা আবরণে সমৃদ্ধ মরুভূমি : হামাদা (Hammada)I


* হিমবাহের প্রান্তে হিমঘাত এবং রাসায়নিক বিচূর্ণীভবনজনিত শিলার অবক্ষয় : হিমপ্রভাব (Nivation)I


* পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকাগুলো হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে যে উপত্যকা সৃষ্টি করে : হিম উপত্যকা (Glacial Through)I


* হিমবাহ থেকে হিমবাহের নিচে অবক্ষিপ্ত বিভিন্ন আকারের শিলাখণ্ডের স্তরায়নহীন অসংসক্ত অবক্ষেপ : হিমকর্দম (Till, Boulder Clay)I


* কার্স্ট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী দ্রবণ প্রক্রিয়ায় নিম্নক্ষয়ের দ্বারা খাড়া ঢাল বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি করে : গিরিখাত (Gorge)I




* ঊর্মিভঙ্গের যে পর্যায়ে তরঙ্গের অবয়বটি আকশির মতো কুণ্ডলী আকারে সবেগে নিজেকে সামনের দিকে ফেলতে ফেলতে উপকূল বা তীরের দিকে অগ্রসর হয় : প্লাঞ্জ (Plunge)I


* পেডিপ্লেনের উপর অবস্থিত পাহাড় বা উচ্চভূমি : ইনসেল বার্গ (Inselberg)I


* নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের গভীর অরণ্য : সেলভা (Selva)I


* পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী ও বিধ্বংসী ঘূর্ণিঝড় : টর্নেডো (Tornado)I


* ছোট মাপের ভূতাত্বিক ক্রিয়ার যে প্রভাব ভূমিপৃষ্ঠের স্বল্পপরিসরে অনুভূত হয় : অণুক্ষয় (Microerosion)I


* কৃষক তার পরিবারের ব্যবহারের জন্য উৎপাদন না করে শুধুমাত্র বিক্রির জন্য উৎপাদন করে : অর্থকারী ফসল (Cash Crop)I


* চন্দ্র ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বকালীন সংঘটিত জোয়ার : অণুভূ জোয়ার (Perigean Tide)I


* পৃথিবী ও সূর্যের সবচেয়ে নিকটতম অবস্থান : অনুসূর (Perihelion)I


* শিলা পৃষ্ঠের ঘর্ষণজনিত ক্ষয় : অবঘর্ষ (Corrosion)।

ভৌগোলিক উপকথা - 5 GEOGRAPHY

* নৌ চলাচলের ক্ষেত্রে নদীর দুটি বাঁকের মধ্যে সরলতম অংশ : রিচ (Reach)I


* উপকূলভাগে তরঙ্গ ভেঙে পড়ার পর ঐ অংশের সঞ্চিত জলের সমুদ্র অভিমুখে প্রবহমান সরু স্রোত : রিপ স্রোত (Rip Current)I


* যে প্রক্রিয়ায় তাপ, চাপ এবং সক্রিয় রাসায়নিক প্রবাহিত বস্তুপুঞ্জের প্রভাবে পূর্ববর্তী শিলার পরিবর্তন সংঘটিত হয় : রূপান্তর (Metamorphism)I


* ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীতে জলের পরিমান বা হিমবাহে বরফের পরিমান পরিবর্তণ : রেজিম (Regime)I


* সদ্য অবক্ষিপ্ত পলল, বালিয়াড়ির বালুকা, কাদা ইত্যাদি থেকে উৎপন্ন অসম্পূর্ণ মাটি : রেগোসোল (Regosol)I


*যেসব শিলাকণা নদীজলের স্রোতের টানে সাময়িকভাবে লাফিয়ে উঠে পরমুহূর্তে থিতিয়ে পড়ে এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে এগিয়ে চলে সেইসব শিলাকণার সমষ্টি : লম্ফভার (Saltation Load)I


* আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থ : লাভা (Lava) I


* স্থির তাপ ও চাপে কোন পদার্থের আকার পরিবর্তনে শোষিত বা উন্মুক্ত হয় : লীনতাপ (Latent Heat)I


*মুক্ত সাগর থেকে বালুচর, প্রবাল প্রাচীর ইত্যাদি দিয়ে বিচ্ছিন্ন লোনা জলের হ্রদ : লেগুন (Lagoon)I


* উদ্ভিদের পচনশীল দেহাবশেষের ওপর যেসব ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায় : শবজীবি (Saprophyte)I

 


* বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে সংমিশ্রিত হয়ে যে পদার্থ গঠিত হয় : শিলা (Rock)I


* রাত্রে তাপ বিকিরণের ফলে বায়ুমণ্ডলের স্বল্প আর্দ্রতার ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর উপর জলকণা রূপে পতন : শিশির (Dew)I


* শুষ্ক আবহাওয়া ও গাছের বৃদ্ধির মধ্যে পারস্পরিক মাত্রাবাচক সম্পর্ক : শুষ্কতাপ সূচক (Xerothermic Index)I


* আর্দ্র কাদা রোদে শুকিয়ে গিয়ে যেসমস্ত বহুভূজ আকৃতির খণ্ড উৎপন্ন হয় : শুষ্কায়ন ব্রেকসিয়া (Desiccation Breccia)I


* হিমবাহের চাপ সহ ঘর্ষণে উৎপন্ন সুক্ষ শিলাচূর্ণ : শৈলকর্দম (Rock Flour)I



* কঠিন শিলার চারদিকে হিমবাহের ক্রিয়ায় উৎপন্ন কর্দম সঞ্চিত ঢিবি : শৈল ড্রামলিন (Rock Drumlin)I


* সাধারণ সূত্র ও নিয়ম অনুযায়ী একই ধরনের বিভিন্ন বৈচিত্রের শ্রেণিবিভাগ : শ্রেণিবিন্যাস (Taxonomy)I


* দুটি সমান আকারের নদী যে অংশে মিলিত হয় : সঙ্গম (Confluence)I


* কোন মানচিত্রে সমুদ্রের সমান গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমগভীরতা রেখা (Isobath)I


* কোন মানচিত্র বা আবহাওয়া চিত্রে সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমচাপ রেখা (Isobar)I


* কোন মানচিত্রে সমান চৌম্বকনতিবিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমচৌম্বকনতি রেখা (Isogonic Line) I


* সমুদ্রের যেসমস্ত অঞ্চলে একই সাথে জোয়ারের জলস্ফীতি ঘটে সেইসমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমজোয়ার রেখা (Cotidal Line)I


* কঠিন বস্তুকণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত ও সংসক্ত হয়ে একটি সমসত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনা : সমাকরণ (Accration)I


* তুষারযুগের অন্তর্বতী হিমযুগ ও আন্তর্হিমযুগে যুগব্যাপী অবনমিত এবং উত্থিত সাগরপৃষ্ঠের প্রভাবে নদীর পাড়ে যে সোপান সৃষ্টি হয় : সমুদ্রস্থিতিক (Thalassostatic)I


* সঞ্চারনশীল নদী খাতে অবতল পাড়ের ধারে অর্ধচন্দ্রাকৃতি বালুচরের সহাবস্থান : সর্পিল বালুচর (Scroll Bar)।

ভৌগোলিক উপকথা - 4 GEOGRAPHY QUESTIONS AND ANSWERS

* চুনাপাথর অঞ্চলের দীর্ঘ খাতের মতো সংকীর্ণ বিবর : বোগাজ (Bogaz)


*  ভূপৃষ্ঠের কোন বিন্দুতে বাস্তব অভিকর্ষজনিত ত্বরণ এবং অভিকর্ষ সূত্র অনুযায়ী হিসেব করে প্রাপ্ত ত্বরণের মধ্যে যে পার্থক্য : ব্যুগের বৈষম্য (Bougure Anomaly)I


* শিলামণ্ডলের ফাটল, চ্যুতিতল ইত্যাদি যে সমস্ত ফাঁকের মধ্য দিয়ে ম্যাগমা সঞ্চারিত হয়ে ব্যথোলিথ বা অন্যান্য উদ্বেধ তৈরি করে : ভরক (Feeder)


* ভাঁটার সময় উজানের দিকে প্রবাহিত জোয়ারের জল যে পথ ধরে সাগরের দিকে ফিরে আসে : ভাঁটা খাত (Ebb Channel)I


* কোন সঞ্চারনশীল বায়ু প্রাচীরের কৃষ্ণবর্ণ নিম্নতল বরাবর যে মেঘের রেখা দেখা যায় : ভির্গা (Virga)I


* কোন ভূকম্পন বলয়ে অবস্থিত বহু দশক ধরে ভূকম্প না ঘটে থাকা অঞ্চল : ভূকম্পছেদ (Seismic Gap)I


* গভীর সমুদ্র তলের বিভিন্ন স্থানে দুটি অভিসারী প্লেটের সংযোগস্থলে প্রবল পার্শ্বচাপের ফলে উৎপন্ন সুগভীর খাত : ভূখাত (Trench)I


* পৃথিবীর ইতিহাস, বিবর্তন, ভৌত ও রাসায়নিক সংযুক্তি, গঠন, অভ্যন্তরীণ ও বহিঃপৃষ্ঠের প্রক্রিয়াগুলো বিজ্ঞানের যে শাখায় পর্যবেক্ষণ ও অনুশীলন করা হয় : ভূতত্ব (Geology) I


* ভূপৃষ্ঠের গহ্বর, নীচু স্থান ইত্যাদি ক্ষেত্রে সাদা বিকিরণ কুয়াশা : ভূতলীয় কুয়াশা (Ground Fog)I


* মহাদেশীয় ভূভাগ এবং তার চারপাশের মহীসোপানকে নিয়ে মহীঢাল পর্যন্ত বিস্তৃত অঞ্চল : ভূভাগীয় সৈকত (Continental Platform)I


* ভূগঠনের ভূপৃষ্ঠে প্রতিফলনস্বরূপ বড় মাপের রেখাকৃতি ভূবৈচিত্র্য : ভূরেখা (Lineament)I


* পর্বতের শিলাপৃষ্ঠে স্বচ্ছ, শক্ত ও মসৃণ বরফের পাতলা স্তর : ভেরগ্লাস (Verglas)I


* ভূমিরূপ মানচিত্রে ঘনসন্নিবদ্ধ যে রেখাগুলো দ্বারা বন্ধুরতা বোঝানো হয় : ভ্রুলেখ (Hachure)I

* নিরক্ষীয় আর্দ্র অঞ্চলে অবস্থিত পূর্ব অন্দিজ পর্বতমালার ঘন বনে আবৃত ঢাল : মনটানা (Montana)I



* আর্জেন্টিনায় অন্দিজ পর্বতমালার পাদদেশে ছোট মরু উদ্ভিদে আবৃত অঞ্চল : মঁতে (Monte) I


*যে ধরনের কৃষিতে কেবলমাত্র একটি শষ্যের চাষ করা হয় : মনোকালচার (Monoculture)I


* পাশাপশি দুটি উপত্যকা হিমবাহ মিলিত হলে তাদের মাঝ বরাবর উৎপন্ন গ্রাবরেখা : মধ্য গ্রাবরেখা (Median Moraine)I


* সূর্য ও চন্দ্রের পৃথিবীর সাথে সমকোণে অবস্থানকালে সংঘটিত জোয়ার : মরা কটাল (Neap Tide)I


* মহাদেশ সংলগ্ন অগভীর সামুদ্রিক অঞ্চল ও গভীর সামুদ্রিক অঞ্চলের পৃথককারী অঞ্চল : মহীপ্রান্ত (Continental Margin)I


* মহীঢাল থেকে গভীর সমুদ্রের দিকে স্বল্প ঢাল বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল : মহীস্ফীতি (Continental Rise)I


* অগ্ন্যুৎপাত কালে সংলগ্ন ভূমিভাগে সৃষ্ট অগ্ন্যুৎপাত হীন ছোট ছোট বৃত্তাকার গহ্বরে জল জমে উদ্ভুত ভূমিরূপ : মার (Marr)I


* যে যন্ত্রের সাহায্যে মেঘের গতিবেগ ও সঞ্চারের দিক নিরুপন করা হয় : নেফোস্কোপ (Nephoscope)I


* ক্ষয়ের ফলে উৎপন্ন পলি গঠিত সমভূমিতে খাড়া ঢালযুক্ত চুনাপাথরের পাহাড় : মোগোতে (Mogote)I


* দুটি বৃহৎ ভূখণ্ড যে সরু ভূখণ্ড দ্বারা যুক্ত থাকে : যোজক (Isthmus) I


* রাইন নদীর জলা ও বদ্ধজলাপূর্ণ প্লাবনভূমির স্থানীয় নাম : রিড (Ried)।

ভৌগোলিক উপকথা- 3 GEOGRAPHY QUESTIONS AND ANSWERS

* ইউরোপ, আটলান্টিক ও ভারতমহাসাগরের বাণিজ্য পথগুলির মানচিত্র অঙ্কনের জন্য J. Bartholomew কর্তৃক উদ্ভুত অভিক্ষেপ : নর্ডীয় অভিক্ষেপ (Nordic Projection)I


* খাড়া পাড় বিশিষ্ট সাগরতট থেকে সাগর অভিমুখে প্রলম্বিত শিলাদেহ : নাসা (Nose)I


* নিরক্ষরেখার ওপরে বা কাছাকাছি অবস্থিত অগভীর নিম্নচাপ অঞ্চল : নিরক্ষীয় খাত (Equatorial Trough)I


* উন্মুক্ত সমুদ্রের যেসমস্ত প্রাণী সক্রিয়ভাবে সাঁতার কাটতে সক্ষম : নেকটন (Nekton) I


* শিলায় পাতা কিম্বা কার্ডের গোছার আকৃতির গঠন : পত্রায়ন (Foliation)I


 * যে নদীর প্রবাহ বা উপত্যকা শিলার আয়ামকে সমকোণে কেটে নির্গত হয় : পরা-আয়ামিক (Diaclinal) I


* পর্বতের ছোট-বড় খাঁজ জলে ভরে গিয়ে উৎপন্ন হ্রদ : টার্ন (Tarn)I


* আন্দিজ পর্বতশ্রেণিতে বৃক্ষ রেখা ও চির তুষাররেখার মধ্যবর্তী সুউচ্চ জনহীন মালভূমি : পারামো (Parqmo)I


* দুটি সন্নিহিত উপত্যকার সংযোগস্থল বরাবর অবস্থিত খাড়া শৈলশিরা : পালিশিরা (Paliridge)I


* সমুদ্র জলের যে অঞ্চলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের ঘনত্ব হটাৎ করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় : পিকনোক্লাইন (Pycnocline)I



.* জলে নিমজ্জিত অবস্থায় আংশিকভাবে পচে যাওয়া গাছপালার অবশেষ : পিট (Peat)I


* অধিহিমবাহ অঞ্চলের মাটিতে সূচ, কিলক ইত্যাদি আকৃতির ভূমিতুষার : পিপক্রেক (Pipkrake) I


* সাগরপৃষ্ঠে সদ্য ঘনীভূত বৃত্তাকার বরফের খণ্ডসমূহ : প্যানকেক বরফ (Pancake Ice)I


* একটি চলকের মধ্যে পরিবর্তন সাধিত হওয়ার ফলে অন্য চলকের মধ্যে যে পরিবর্তন সাধিত হয় : প্রতিসম সম্পর্ক (Symmetrical Relationship)I


* নদীর যেসমস্ত অংশে জল অগভীর থাকায় হেঁটে পার হওয়া যায় : ফোর্ড (Ford)I


* কোন নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির ঘটনা : ফ্লাশ (Flush)I


* ভাসমান বরফের আস্তরণ : ফ্লো (Floe)I


* আল্পস পর্বতশ্রেণীর কিনারা বরাবর দৃশ্যমান মোটা দানার বেলেপাথর, ক্যালসীয় শেল, কনগ্লোমারেট, চুনাকর্দম ইত্যাদির স্তরক্রম : ফ্লিশ (Flysch)I


* বিদ্যুৎ ঝলকের মাধ্যমে মেঘ ও ভূপৃষ্ঠে সঞ্চিত স্থিতিবিদ্যুৎ আধারের প্রশমন : বজ্র (Thunder)I


* ভূপৃষ্ঠে বৃত্তাকার আগ্নেয়শিলার ছোট অননুক্রমি উদবেধ : বস (Boss)I


* প্রায় অভিশীর্ষপ্রাচীর বেষ্টিত পার্বত্য খাত : ব্রঙ্কা (Brranca)I


* ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে গঠিত কোন সংখ্যা : বাস্তব সংখ্যা (Real Number)I


* যে সমস্ত সুক্ষ জীব অনায়াসে বায়ুমণ্ডলে ভেসে থাকে : বায়ুতাড়িত জীব (Aeroplankton)I


* পূর্বে কেলাসিত খনিজের সাথে অনুস্থিত ম্যাগমার বিক্রিয়ার ফলে প্রথমটির চারদিকে অন্য খনিজের যে বেষ্টনী উৎপন্ন হয় : বিক্রিয়া বেষ্টনী (Reaction Rim, Corona)I


*. উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টির ফলে ব্যাসল্ট শিলার রাসায়নিক বিকারে উৎপন্ন উষ্ণমন্ডলীয় মৃত্তিকা : বেসিসল (Basisol)।

ভৌগোলিক উপকথা -2 GEOGRAPHY QUESTIONS AND ANSWERS

* ঝড় বা তুফানের সময় বৃহদাকৃতির যে তরঙ্গের সৃষ্টি হয় : ঝটিকা তরঙ্গ (Storm Wave)I


*. উচ্চ পর্বতের ঢালে কোনো তাকের মতো বেরিয়ে থাকা ছোট হিমবাহ : ঝুলন্ত হিমবাহ (Hanging Glacier)I


* নির্দিষ্ট আকার বিহীন মাটি বা শিলায় তৈরি ছোট পাহাড় : টিলা (Hillok)I


* উষ্ণ প্রস্রবণে মুখে অধঃক্ষিপ্ত ক্যালসিয়াম কার্বনেটের কঠিন ত্বক : ট্র্যাভার্টাইন (Travertine)I


*যে এককে প্রবেশ্যতর মাত্রা প্রকাশ করা হয় : ডারসি (Darcy) I


* তির্যকভাঁজে উৎপন্ন দুটি প্রজন্মের নিম্নভাঁজের সংযোগস্থলে যে গাঠনিক বৈচিত্রের উদ্ভব হয় : ডিপ্রেশন (Depression)I


*  মরুভূমির বৃহদাকার বালুর তরঙ্গ : ড্রা (Draa) I


* কতিপয় তথ্য বা প্রপঞ্চের যুক্তিসিদ্ধ, নীতিগ্রাহ্য সুশৃঙ্খল ব্যখ্যা : তত্ব (Theory) I


* কতগুলো অশূন্য সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টামান : তরঙ্গ গড় Harmonic Mean)I


* প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর ইত্যাদি পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্যদিয়ে হিমবাহের তলদেশে সঞ্চিত হয়ে যে সঞ্চয়রেখা গঠন করে : তলদেশ গ্রাবরেখা (Su-glacial Moraine)I





* তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলে শিলাস্তরে সৃষ্ট ফাটল : তাপবিভঙ্গ (Thermal Fracture)I


* যেকোন অক্ষাংশে সাগর পৃষ্ঠে গড় তাপমাত্রা এবং বিভিন্ন অঞ্চলের গড় তাপমাত্রার মধ্যবর্তী তারতম্য : তাপমাত্রা বৈষম্য (Temperature Anomaly)I


* মেরু বা পার্বত্যাঞ্চলে বিস্তৃত হিম রেখার ওপরে অবস্থিত চির তুষার বা বরফের আবরণ : তুষার মুকুট (Ice-Cap)I


* সামুদ্রিক অঞ্চলে উপরের উষ্ণ জলস্তর এবং তার নিচে অবস্থিত শীতল জল স্তরের মধ্যবর্তী অংশে দ্রুত উষ্ণতা পরিবর্তনকারী স্তর : থার্মোক্লাইন (Thermocline)I


* ধ্রুপদী যুগের ভূগোলে মানব-প্রকৃতির সম্পর্ক বা পারস্পরিক প্রভাব ব্যখ্যা করার ঈশ্বরকেন্দ্রিক মতাদর্শ : থিওক্র্যাটিক (Theocratic)I


* কোন তথ্যসারিকে উচ্চক্রমানুসারে বিন্যস্ত করার পর যে মান সমূহ রাশিটিকে সমান দশ ভাগে বিভক্ত করে : দশমক (Decile) I


* কোন তথ্যরাশির বা নিবেশনের রাশিগুলির বর্গের গাণিতিক গড়ের বর্গমূল : দ্বিঘাত গড় (Quadratic Mean) I


* বৃত্তচাপের আকারে সজ্জিত দ্বীপপুঞ্জের সমাহার : দ্বীপবলয় (Arc) I


* 24 ঘণ্টায় কোন স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার অন্তরফল : দৈনিক তাপ সীমা (Diurnal Range) I


* বিভিন্ন মরু অঞ্চলে ধূলিকণা দ্বারা সৃষ্ট স্বল্পস্থায়ী ঘূর্ণায়মান ধূলিস্তম্ভ : ধূলিঘূর্ণি (Dust Devil) I


*বিভিন্ন দ্রাঘিমা রেখার একটি নির্দিষ্ট কোণে ছেদকারী দিক নির্দেশক কাল্পনিক রেখা : ধ্রুব দিকরেখা (Rhumbline/Loxodrome) I


* অভ্যন্তরীণ শক্তি উৎস থেকে প্রাপ্ত বিকিরণের সাহায্যে স্বদীপ্ত, জন্ম-বিবর্তন ও মৃত্যু সমন্বিত মহাজাগতিক উপাদান : নক্ষত্র (Star) I


* নগরের ভিতর থেকে সুদূর গ্রামীণ এলাকা সংযোগকারী সড়ক ও জনপদ সমূহের উভয় পার্শ্বে গড়ে ওঠা না-শহর, না-গ্রামরূপী বসতি : নগর ফিতা (Urban Ribbon) I


*নদীর বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ কেন্দ্রিক আলোচনা শাস্ত্র : নদীবিদ্যা (Potamology) I


* দুই বা ততোধিক নদীর মিলন ক্ষেত্র : নদী সঙ্গম (Confluence)।

ভৌগোলিক উপকথা |GEOGRAPHY QUESTIONS AND ANSWERS

*ব্যাথোলিথের ছাদ থেকে বেরিয়ে থাকা গম্বুজাকৃতির শিলাদেহ : কিউপোলা (Cupola) I


.* নদীর মোহনায় নদী স্রোত সোজাসুজি সমুদ্রের মধ্যে আনেকটা অগ্রসর হলে স্রোতের দুপাশে পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের সৃষ্টি হয় : কাসপেট বদ্বীপ (Cuspate delta)I


* শিলাগাত্রে যেসব বৃত্তচাপ আকৃতির খাঁজ থেকে শিলাগাত্রের জল চুইয়ে পড়ে : কুলুঙ্গি (Alcove)I


 *হৈম হ্রদের তটরেখা নির্দেশক সোপান : কেম সোপান (Kame terrace)I


* সাগর পৃষ্ঠে প্রায় আয়তক্ষেত্র আকৃতির অঞ্চলে উৎপন্ন জোয়ারের প্রবাহ : কেলভিন তরঙ্গ (Kelvin Wave)I


*আঞ্চলিক শিলা দ্বারা আবদ্ধ খনিজ পাতের আকৃতিবিশিষ্ট দেহ : খনিজশিরা (Vein)I


*ভূমিরূপের উপর ক্রিয়াশীল ভিন্ন ভিন্ন শক্তির মধ্যে সাম্যের ধারণা : গতীয় সাম্য (Dynamic Equilibrium)I


* চ্যুতিতল বরাবর প্রবল ঘর্ষণের ফলে উৎপন্ন কাদার মতো সুক্ষ শিলাচূর্ণ : গুজ (Gouge)I


*. হিমবাহ অপসারিত অঞ্চলে সৃষ্ট তৃণভূমির মোটা দানার বালু ও নুড়িময় জমি : গিস্ট (Geest)I


* সাধারণভাবে যেকোন মোটা দানার বেলেপাথর : গ্রিট (Grit)I


* গ্রানাইটের আংশিক রাসায়নিক বিয়োজনের ফলে উৎপন্ন বস্তু : গ্রাস (Grus)I


* নির্দিষ্ট উষ্ণতায় কোন বস্তুর ভর ও সমপরিমান জলের ভরের অনুপাত : ঘনত্ব (Density)I


*. প্রতিলোম চ্যুতির চ্যুতি তল : ঘাততল (Thrust Plane)I


* সাগর পৃষ্ঠের সুনির্দিষ্ট অঞ্চলে অনেকসময় জোয়ার ও কোরিওলিস বলের যুগ্ম প্রভাবে সৃষ্ট ঘূর্ণি : ঘূর্ণনধারা (Amphidromic System)I


* নদী সাগরে পতিত হওয়ার আগে নদী প্রবাহ কর্তিত মাটির খাড়া পাড়ে সরু খাত : চাইন (Chine)I



* স্বচ্ছ লাল রঙের কোরাণ্ডাম খনিজ (Al2O3) তথা মূল্যবান রত্ন খনিজ : চুনি (Ruby)I


* একটি পাড়া বা হ্যামলেট কালক্রমে পূর্ণাঙ্গ গ্রামরুপে পরিবর্তিত হওয়ার আগের রূপ : ছোট গ্রাম (Small Village)I


*সৌর জগৎ যে ছায়াপথের অন্তর্ভুক্ত : আকাশ গঙ্গা/সুরগঙ্গা/স্বর্গগঙ্গা (Milky Way)I


* যে শাস্ত্রে কোন একটি জনসংখ্যার আকার, গঠন, বিন্যাস, ঘনত্ব, বৃদ্ধি, জনমিতি, আর্থ-সামাজিক বৈশিষ্ট্য, শুমারি এবং এই সমস্ত নিয়ামক সমূহের পরিবর্তনের ফলাফলের বিজ্ঞানসম্মত চর্চা করা হয় : জনমিতি (Demography)MGI.


*. একটি নির্দিষ্ট সময়ে এবং স্থানে সহজপ্রাপ্য অর্থনৈতিক সম্পদ ও সামাজিক সুবিধাসমূহের উপর জনসংখ্যার আকার ও কাঠামোগত বৈশিষ্ট্যের প্রভাব : জনসংখ্যা চাপ (Population Pressure)I


*. যে প্রক্রিয়ায় মাটি এবং মাটির মধ্যে বর্তমান কলয়ডীয় যৌগ জমে গুটি উৎপন্ন করে : জমাটন (Flocculation)I


* রেখা, কোণ ইত্যাদির সুক্ষ পরিমাপ এবং তার ফলাফল নথিভুক্ত করে কোন অঞ্চলের সঠিক মানচিত্র অঙ্কনের উপযুক্ত তথ্য সংগ্রহের পদ্ধতি : জরিপ (Surveying)I


*মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে উদ্ভুত উঁচু স্তম্ভের মতো ভূমিরূপ : জেউগেন (Zeugen)I


* কয়লা স্তরের ঠিক নিচে অবস্থিত পৃষ্ঠমৃত্তিকারুপী কাদার স্তর : জ্বলনি কর্দম (Fire Clay)I


* ভূমধ্যসাগরীয় সৈকত ও উষ্ণ বলয়ে যেসব সংকীর্ণ জৈব প্রাচীর জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় স্থলভাগরূপে প্রকাশিত হয় : ট্রট্টয়ের (Trottoir)।

ভৌগোলিক পরিভাষা|GEOGRAPHY QUESTIONS AND ANSWERS

* শিবন রেখা (Suture Line) :- যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত জোড়া লেগে যায় । 


* ইউজিওক্লাইন (Eugeocline) :- সমুদ্রের মহাসাগরীয় ভূত্বকের উপর মহিঢাল অংশে সঞ্চিত গভীর সমুদ্রের অবক্ষেপ । 


*মায়োজিওক্লাইন (Miogeocline) :- মহাদেশীয় পাতের প্রান্তদেশে মহিসোপানের ওপর অগভীর সমুদ্রের পলিস্তরে গঠিত কীলক । 


* টারবিডাইট (Turbidite) :- মহিঢাল অংশে ইউজিওক্লাইন সঞ্চয়ের ফলে গড়ে ওঠা অবক্ষেপজাত শিলাস্তর । 


*ইমব্রিকেট থ্রাস্ট (Imbricate Thrust) :- দুটি মহাদেশীয় পাতের চাপের প্রভাবে তাদের মধ্যস্থিত মহাসাগরীয় পাতের ব্যাসল্ট ভূত্বকের খণ্ডন এবং উপরিস্থাপনের ফলে গড়ে ওঠা ভূমিরুপ । 


* জিগ-স-ফিট (Zig-Saw-Fit) :- আলফ্রেড ওয়েগনার বর্ণিত আটলান্টিকের উভয় পার্শ্বের মহাদেশগুলির আকৃতিগত মিল । 


*প্যাঞ্জিয়া (Pangea) :- আলফ্রেড ওয়েগনারের মতানুসারে 150 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর বুকে বিরাজমান বিশাল মহাদেশ ।

 

*পুরাচৌম্বকত্ব (Plaeo -Magnetism) :- প্রাচীন শিলাস্থিত ক্ষুদ্র প্রাকৃতিক চুম্বক । 



* প্যান্থালাসা (Panthalasa) :- আলফ্রেড ওয়েগনারের মতানুসারে 150 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর বুকে বিরাজমান বিশালাকৃতির জলভাগ । 


* অধঃপাত অঞ্চল (Subduction Zone) :- পাতসংস্থান তত্ব অনুযায়ী যে অঞ্চল বরাবর ভারী পাত অপেক্ষাকৃত হালকা পাতের তলায় প্রবেশ করে । 


*লিথোজেনেসিস (Lithogenesis) :- পর্বত সৃষ্টির যে পর্যায়ে মহিখাত সৃষ্টি হয়ে পলি সঞ্চয় হয় ও তার অবনমন আরম্ভ হয় । 


* ওরোজেনেসিস (Orogenesis) :- মহিখাত তত্ব অনুযায়ী পর্বত সৃষ্টির যে পর্যায়ে পলি স্তরে ভাঁজ সৃষ্টি হয় । 


* গ্লিপ্টোজেনেসিস (Gliptogenesis) :- মহিখাত তত্ব অনুযায়ী পর্বত সৃষ্টির যে পর্যায়ে ভঙ্গিল পর্বতের উচ্চতা ধীরেধীরে বৃদ্ধি পায় এবং আবহবিকার ক্রিয়া করে । 


*কুলাস (Colus) :- আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত জিভের আকৃতিবিশিষ্ট লাভা প্রবাহ । 


* টেফ্রা (Tephra) :- আগ্নেয়গিরির মুখে আলগাভাবে সঞ্চিত পাইরোক্লাস্টিক পদার্থের স্তূপ ।

West Bengal GK পশ্চিম বঙ্গ জিকে Part -03

  * পশ্চিম বঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? # রাজাগোপালাচারী চক্রবর্তী। * পশ্চিম বঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? # শ্রীমতী পদ্মাজা নাইড...