Sunday, 25 October 2020

ভৌগোলিক উপকথা - 5 GEOGRAPHY

* নৌ চলাচলের ক্ষেত্রে নদীর দুটি বাঁকের মধ্যে সরলতম অংশ : রিচ (Reach)I


* উপকূলভাগে তরঙ্গ ভেঙে পড়ার পর ঐ অংশের সঞ্চিত জলের সমুদ্র অভিমুখে প্রবহমান সরু স্রোত : রিপ স্রোত (Rip Current)I


* যে প্রক্রিয়ায় তাপ, চাপ এবং সক্রিয় রাসায়নিক প্রবাহিত বস্তুপুঞ্জের প্রভাবে পূর্ববর্তী শিলার পরিবর্তন সংঘটিত হয় : রূপান্তর (Metamorphism)I


* ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীতে জলের পরিমান বা হিমবাহে বরফের পরিমান পরিবর্তণ : রেজিম (Regime)I


* সদ্য অবক্ষিপ্ত পলল, বালিয়াড়ির বালুকা, কাদা ইত্যাদি থেকে উৎপন্ন অসম্পূর্ণ মাটি : রেগোসোল (Regosol)I


*যেসব শিলাকণা নদীজলের স্রোতের টানে সাময়িকভাবে লাফিয়ে উঠে পরমুহূর্তে থিতিয়ে পড়ে এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে এগিয়ে চলে সেইসব শিলাকণার সমষ্টি : লম্ফভার (Saltation Load)I


* আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থ : লাভা (Lava) I


* স্থির তাপ ও চাপে কোন পদার্থের আকার পরিবর্তনে শোষিত বা উন্মুক্ত হয় : লীনতাপ (Latent Heat)I


*মুক্ত সাগর থেকে বালুচর, প্রবাল প্রাচীর ইত্যাদি দিয়ে বিচ্ছিন্ন লোনা জলের হ্রদ : লেগুন (Lagoon)I


* উদ্ভিদের পচনশীল দেহাবশেষের ওপর যেসব ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায় : শবজীবি (Saprophyte)I

 


* বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে সংমিশ্রিত হয়ে যে পদার্থ গঠিত হয় : শিলা (Rock)I


* রাত্রে তাপ বিকিরণের ফলে বায়ুমণ্ডলের স্বল্প আর্দ্রতার ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর উপর জলকণা রূপে পতন : শিশির (Dew)I


* শুষ্ক আবহাওয়া ও গাছের বৃদ্ধির মধ্যে পারস্পরিক মাত্রাবাচক সম্পর্ক : শুষ্কতাপ সূচক (Xerothermic Index)I


* আর্দ্র কাদা রোদে শুকিয়ে গিয়ে যেসমস্ত বহুভূজ আকৃতির খণ্ড উৎপন্ন হয় : শুষ্কায়ন ব্রেকসিয়া (Desiccation Breccia)I


* হিমবাহের চাপ সহ ঘর্ষণে উৎপন্ন সুক্ষ শিলাচূর্ণ : শৈলকর্দম (Rock Flour)I



* কঠিন শিলার চারদিকে হিমবাহের ক্রিয়ায় উৎপন্ন কর্দম সঞ্চিত ঢিবি : শৈল ড্রামলিন (Rock Drumlin)I


* সাধারণ সূত্র ও নিয়ম অনুযায়ী একই ধরনের বিভিন্ন বৈচিত্রের শ্রেণিবিভাগ : শ্রেণিবিন্যাস (Taxonomy)I


* দুটি সমান আকারের নদী যে অংশে মিলিত হয় : সঙ্গম (Confluence)I


* কোন মানচিত্রে সমুদ্রের সমান গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমগভীরতা রেখা (Isobath)I


* কোন মানচিত্র বা আবহাওয়া চিত্রে সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমচাপ রেখা (Isobar)I


* কোন মানচিত্রে সমান চৌম্বকনতিবিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমচৌম্বকনতি রেখা (Isogonic Line) I


* সমুদ্রের যেসমস্ত অঞ্চলে একই সাথে জোয়ারের জলস্ফীতি ঘটে সেইসমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করে উপস্থাপন করা হয় : সমজোয়ার রেখা (Cotidal Line)I


* কঠিন বস্তুকণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত ও সংসক্ত হয়ে একটি সমসত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনা : সমাকরণ (Accration)I


* তুষারযুগের অন্তর্বতী হিমযুগ ও আন্তর্হিমযুগে যুগব্যাপী অবনমিত এবং উত্থিত সাগরপৃষ্ঠের প্রভাবে নদীর পাড়ে যে সোপান সৃষ্টি হয় : সমুদ্রস্থিতিক (Thalassostatic)I


* সঞ্চারনশীল নদী খাতে অবতল পাড়ের ধারে অর্ধচন্দ্রাকৃতি বালুচরের সহাবস্থান : সর্পিল বালুচর (Scroll Bar)।

No comments:

Post a Comment

West Bengal GK পশ্চিম বঙ্গ জিকে Part -03

  * পশ্চিম বঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? # রাজাগোপালাচারী চক্রবর্তী। * পশ্চিম বঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? # শ্রীমতী পদ্মাজা নাইড...