★বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কত সালে?
--১৭৯৫ সালে।
হেরাসিম লেবেডফ নামে একজন রুশদেশীয় আগন্তুক কলকাতায় বেঙ্গল
থিয়েটা নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
★বাংলা ভাষায় প্রথম অনূদিত নাটকের নাম কী?
--The Disguise এবং
Love is the best Doctor
নামে দুখানি নাটক বাংলায় ভাণান্তরিত করে এদেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান।
★বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটকের নাম কী?
--তারাচরণ শিকদারের কমেডি নাটক ভদ্রার্জুন(১৮৫২)
ভদ্রার্জুন নাটকের কাহিনি অর্জুন কর্তৃক
সুভদ্রাহরণ। মহাভারত থেকে কাহিনি সংগ্রহ করা হলেও বাঙালি মৌলিকত্বের
বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
★বাংলা ভাষার প্রথম বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটকের নাম কী?
--যুগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস(১৮৫২)
এ নাটকে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচার কাহিনি অবলম্বনে রচিত।
★বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটকের নাম কী?
--পুরাণকাহিনি অবলম্বনে রচিত নাটক
শর্মিষ্ঠা(১৮৫৯)সালে।
★প্রথম সার্থক কমেডি নাটকের নাম কী?
--এটিও পুরাণকাহিনি অবলম্বনে রচিত নাটক পদ্মাবতী(১৮৬০)
★মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন নাটকে "অমিত্রাক্ষর ছন্দ"ব্যবহার করেন?
--পদ্মাবতী নাটকে।
★বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি
নাটকের নাম কী?
--কৃষ্ণকুমারী(১৮৬১)
নাটকটি উইলিয়াম টডের"রাজস্থান"নামক
গ্রন্থ থেকে গৃহীত। কৃষ্ণাকে নিয়ে রাজা
জয়সিংহ ও মানসিংহের দ্বন্দ্বের পরিণতিই কৃষ্ণকুমারীর আত্মহুতি ট্র্যাজেডি রূপ দান করেছে।
★মধুসূদন দত্তের মৃত্যুর পরে প্রকাশিত নাটকের নাম কী?
--মায়াকানন(১৮৭৪)সালে।
★মধুসূদনের অপ্রকাশিত নাটকের নাম কী?
অপ্রকাশিত ইসলামি বিষয়ক নাটক
→"সুলতানা রিজিয়া"।
মাদ্রাজে বসবাসের ইংরেজি নাটকটির ১টি অঙ্কের ৫টি দৃশ্য লিখে কেশবচন্দ্রকে পাঠালে মুসলমান চরিত্র হিন্দুরা গ্রহণ করবে না বললে লেখা বন্ধ করে ও
→হিন্দুবিষয়ক নাটক "সুভদ্রাহরণ"। অমিত্রাক্ষর ছন্দে ২টি অঙ্ক লেখলে সমালোচকদের কাছ থেকে উৎসাহ না পেয়ে লেখা বন্ধ করে দেয়।
★"কুলীনকুলসর্বস্ব"নাটকটি কার?
--কোলিন্য প্রথা অবলম্বনে রচিত সামাজিক নাটকটি রচনা করেন
রামনারায়ণ তর্করত্নের(১৮৫৪)
#_
★সংস্কৃতের সুপণ্ডিত "রামনারায়ণ তর্করত্নের(১৮২২-৮৬)" নাটকগুলো কী কী?
→বেণীসংহার(১৮৫৬)→রত্নাবলী(৫৮)
→অভিজ্ঞান শুকন্তলা(১৮৬০) ও
→মালতীমাধব(১৮৬৭)সংস্কৃত অনূদিত
★"রামনারায়ণ তর্করত্নের"প্রহসনগুলোর
নাম কী?
→যেমন কর্ম তেমন ফল(১৮৭২)
→উভয় সঙ্কট(১৮৬৯)→চক্ষুদান(১৮৬৯)
★"নীলদর্পণ"নাটকের রচয়িতা কে?
--দীনবন্ধুর মিত্র(১৮৩০-১৮৭৩)
নীলকরদের অত্যাচারের দর্পণ হলো নীলদর্পণ নাটক। নায়ক নবীন মাধব ও
বিন্দু মাধব,পিতা গোলকচন্দ্র বসুর পরিবারের করুণকাহিনি ফুটে ওঠেছে, নীলকরদের পাশবিক অত্যাচারে।
★দীনবন্ধুর মিত্রের দ্বিতীয় নাটকের নাম কী?
--"নবীন তপস্বিনী(১৮৬৩)
এতে দুটি ভিন্ন কাহিনি স্থান পেয়েছে।তা পরিপূর্ণভাবে মিশ্রিত হয়নি।
★ দীনবন্ধুর মিত্রের অন্য দুটি নাটকের নাম কী?
→লীলাবতী(১৮৬৭)
→কমলে কামিনী(১৮৮৩)
★দীনবন্ধুর মিত্রের বিখ্যাত প্রহসনগুলোর
নাম কী?
--সধবার একাদশী(১৮৬৬)
ইয়ংবেঙ্গল দলের উচ্ছৃ্ঙ্খলতা ও অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে।
--বিয়ে পাগলা বুড়ো(১৮৬৬)
বাস্তব ঘটনা অবলম্বনে রচিত।নামের মাধ্যমেই এর প্রকাশমান।
--জামাই বারিক(১৮৭২)
জামাতা পোষণ পদ্ধতি ব্যঙ্গ করে লিখিত
এই নাটকে তিনি যতেষ্ট কৃতিত্ব প্রদর্শন করেছেন।
★"গীরিশচন্দ্র ঘোষের(১৮৪৪-১৯১২)
ঐতিহাসিক নাটকগুলোর নাম কী?
--সিরাজউদ্দৌলা, মীর কাসিম,ছত্রপতি শিবাজী প্রভৃতি।তিনি ৭৫টি সমাপ্ত নাটক ও ৪টি অসমাপ্ত নাটক লিখেছেন।
★গীরিশচন্দ্র ঘোষের প্রহসনগুলোর নাম কী?
--সপ্তমীতে বিসর্জন,বেল্লিক বাজার,
বড়দিনে বকশিস,সভ্যতার পাণ্ডা প্রভৃতি।
★মীর মশাররফ হোসেনের(১৮৪৭-১২) ৪টি নাটকের নাম কী?
→বসন্তকুমারী(১৮৭৩)
মুসলমান রচিত প্রথম নাটক। ইন্দ্রপুরের
বিপত্নীক রাজার বৃদ্ধবয়সে যুবতী স্ত্রী গ্রহণ
,রাজার যুবক পুত্রের প্রতি বিমার আকর্ষণ
এবং প্রেম নিবেদন,পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র।পরিশেষে রাজ পরিবারে
সকলের মৃত্যু কাহিনি অবলম্বনে রচিত।
→জমিদার দর্পণ(১৮৭৩)
জমিদারের ম্যানেজার থাকার পর জমিদারদের অত্যাচারের মনোবৃত্তির যে
পরিচয়টি লেখক প্রত্যক্ষ করেছিলেন তারই ঘটনাপ্রবাহ।নীলদর্পণ নাটকের প্রভাব।
→বেহুলা গীতাভিনয়→টালা অভিনয়
★মীর মশাররফ হোসেনের প্রহসনগুলোর
নাম কী?
→এর উপায় কি?(১৮৭৬)১ম প্রহসন
→ভাই ভাই এইতো চাই
→ফাঁস কাগজ→একী
★"জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর(১৮৪৮-২৫)
রচিত নাটকগুলোর নাম কী?
→পুরুষ বিক্রম(৭৪)→সরোজিনী(৭৫)
→অশ্রুমতী(৭৯)→স্বপ্নময়ী(১৮৮২)
★মৃচ্ছকটিক"নাটকটি কার?
--জ্যোতিরিন্দ্রনাথের অনূদিত নাটক।মূল
লেখক শুদ্রক।
★"জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর(১৮৪৮-২৫)
রচিত প্রহসনগুলোর নাম কী?
→কিঞ্চিৎ জলযোগ(১৮৭২)
→এমন কর্ম আর করব না(১৮৭৭)
→হিতে বিপরীত(১৮৯৬)
→হঠাৎ নবাব(৮৪)→দায়ে পড়ে দারগ্রহ
★অমৃতলাল বসু(১৮৫৩-২৯)রচিত বিখ্যাত প্রহসনগুলোর নাম কী?
→বিবাহবিভ্রাট→গ্রাম্যবিভ্রাট→বৌমা
→বাবু→কালাপানি→সম্মতি সংকট
→চোরের উপর বাটপারি→ডিসমিস প্রভৃতি।
★বাংলা সাহিত্যে "হাসির গানের রাজা"
দ্বিজেন্দ্রলাল রায়(১৮৬৩-১৩)রচিত
ঐতিহাসিক নাটকগুলোর নাম কী?
→বারাবাঈ(০৩)→প্রতাসিংহ(০৫)
→দুর্গাদাস(০৬)→নূরজাহান(০৮)
→মেবার পতন(০৮)→সাজাহান(০৯)
→চন্দ্রগুপ্ত(১১)→সিংহবিজয়(১৯১৫)
★বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক সার্থক নাটকের নাম কী?
--সাজাহান(১৯০৯)
★দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রহসনগুলোর নাম কী?
→কল্কি অবতার(১৮৯৫)→বিরহ(১৮৯৭)
→প্রায়শ্চিত্ত(১৯০২)→পুনর্জন্ম প্রভৃতি।
★রবীন্দ্রনাথের গীতিনাট্যগুলোর নাম কী?
→বাল্মীকি প্রতিভা(৮১)→কালমৃগয়া ও
→মায়ার খেলা(১৮৮৮)
★রবীন্দ্রনাথের কাব্যনাট্যগুলোর নাম কী?
→রুদ্রচন্দ্র(৮১)→প্রকৃতির প্রতিশোধ(৮৪)
→রাজা ও রাণী(৮৯)→বিসর্জন(৯০)
→চিত্রাঙ্গদা(৯২)→মালিনী(৯৬)প্রভৃতি
★রবীন্দ্রনাথের কয়েকটি সাংকেতিক নাটকের নাম কী?
→প্রায়শ্চিত্ত(০৯)→রাজা(১০)
→ডাকঘর(১২)→রক্তকবরী(১৬)
→কালের যাত্রা(৩২)→তাসের দেশ(০৩)
★রবীন্দ্রনাথ রচিত প্রহসনগুলোর নাম কী?
→বৈকুণ্ঠের খাতা(৯৭)
→চিরকুমার সভা(২৬)→শেষ রক্ষা(২৮)
→হাস্য ও ব্যঙ্গকৌতুক(০৭)
★রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্যগুলোর নাম কী?
→নটীর পূজা(২৬)→চিত্রাঙ্গদা(৩৬)
→চণ্ডালিকা(৩৬)→শ্যামা(৩৯)প্রভৃতি
★ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত কয়েকটি নাম কী?
→আলিবাবা→আহেরিয়া→ভূতের বেগার
→বাসন্তী→কিন্নরী→বাঙ্গালার মসনদ
রমজান,,,,,,
★স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে
কে বাঁচিতে চায়?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে
কে পরিবে পায়?
®পঙক্তিগুলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত?
--পদ্মিনী উপাখ্যান" থেকে।
★মাইকেল মধুসূদন রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
--তিলোত্তমা সম্ভব(১৮৬০)।
অমিত্রাক্ষর ছন্দে ৪ সর্গে রচিত।
★মাইকেল মধুসূদনের বিখ্যাত পত্রকাব্য
"বীরাঙ্গনা" কোন কবির আদর্শ অনুসরণ করে লেখা?
--ইতালির কবি "ওভিদের Herodes"
কাব্যের অনুসরণে।
★বীরাঙ্গনা(১৮৬২) "কাব্যে পত্র সংখ্যা কতো?
--১১টি
★মধুসূদনের সর্বশেষ রচিত কাব্যগ্রন্থের নাম কী?
--চতুর্দশপদী কবিতাবলি।
এই গ্রন্থে ১০২টি সনেট আছে।
পাঁচ খণ্ডে লেখা "আমার জীবন"কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
--নবীনচন্দ্র সেনের
★"আত্মচরিত"কার কার আত্মজীবনী?
--শিবনাথ শাস্ত্রীর ও সজনীকান্তের,আচার্য প্রফুল্লরায়ের,রাজনারায়ণ বসুর।
★"আমার সাহিত্য জীবন"কার?
--তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর।
★বারীন্দ্রকুুমার ঘোষের আত্মকাহিনি মূল গ্রন্থের নাম কী?
--আত্মকাহিনি,দীপান্তরের কথা,আমার কথা,বোমার যুগের কথা ইত্যাদি তাঁর আত্মচরিত।
★জটাধারীর রোজনামচা"কার স্মৃতিকথা?
--চন্দ্রশেখর চট্টোপাধ্যায় এর।
★আত্মপরিচয়,জীবনস্মৃতি,ছেলেবেলা"কার স্মৃতিকথা?
--রবীন্দ্রনাথের।
★বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর স্মৃতিকথার নাম কী?
--তৃণাঙ্কুর।
রমজান,,,,,,
★পালামৌ কার সিনেম্যাটিক ঢঙে রচিত ভ্রমণকাহিনি?
--সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এর।
★জাপানে-পারস্যে,যাত্রী,রাশিয়ার চিঠি কার ভ্রমণকাহিনি?
--রবীন্দ্রনাথের।
★পথে প্রবাসে "কার ভ্রমণকাহিনি?
--অন্নদাশঙ্কর রায়ের।
★দুয়ার হতে অদূরে,"কুশী প্রাঙ্গণের চিঠি"কার ভ্রমণকাহিনি?
--বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর।
★পশ্চিমের যাত্রী"কার ভ্রমণকাহিনি?
--সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর।
★বিখ্যাত ভ্রমণ কাহিনি ৪৩টি পরিচ্ছেদে রচিত"দেশে-বিদেশে(১৯৫১)"কার?
--সৈয়দ মুজতবা আলী
★লিপিমালা"কার পত্রসাহিত্য?
--রামরাম বসুর(১৮০২)
★প্রবাসের পত্র"কার পত্রসাহিত্য?
--নবীনচন্দ্র সেনের।
★বিলাতের পত্র"কার পত্রসাহিত্য?
--দ্বিজেন্দ্রলাল রায়ের।
★ছিন্নপত্র,চিঠিপত্র"কার পত্রসাহিত্য?
--রবীন্দ্রনাথের।
★স্বামী বিবেকানন্দের পত্রসাহিত্যের নাম কী?
--পত্রাবলী।
★কলিকাতা কমলালয়"নববাবু বিলাস,নববিবি বিলাস"কার রম্যরচনা?
--ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর।
★"লোকরহস্য,কমলাকান্তের দপ্তর,মুচিরাম গুড়ের জীবনচরিত"কার রম্যরচনা?
--বঙ্কিমের।
★পঞ্চানন্দ নামে ব্যঙ্গ পত্রিকাটি কার?
--ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর।
★চার ইয়ারির কথা,রায়তের কথা কার ব্যঙ্গ রচনা?
--প্রমথ চৌধুরীর।
★চাচাকাহিনি",পঞ্চতন্ত্র,কার রম্যরচনা?
--সৈয়দ মুজতবা আলীর।
★বাংলা সাহিত্যে প্রথম আত্মজীবনীমূলক
গ্রন্থটি কার?
--কবি রামসুন্দরীর লেখা "আমার জীবন"।
★জীবনস্মৃতি,ছেলেবেলা কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
--রবীন্দ্রনাথের।
★ইউরোপযাত্রীরপত্র,ডায়রি,জাপানযাত্রী,
রাশিয়ার চিঠি,পথের সঞ্চয়,চিঠিপত্র,
ছিন্নপত্র,প্রভৃতি গ্রন্থগুলো কার?
--রবীন্দ্রনাথের।
★কর্মকথা,শব্দকথা,চরিতকথা,জগৎকথা,বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রবন্ধগুলোর কার?
--রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর(১৮৬৪-৩৩)।
★"তেল নুন লড়কী"বীরবলের হালখাতা,
নানাচর্চা প্রবন্ধগুলো কার?
--প্রমথ চৌধুরীর(১৮৬৮-৪৬)।
★জোড়াসাঁকোর ধারে,ঘরোয়া,আপন কথা প্রবন্ধগুলো কার?
--অবনীন্দ্রনাথ ঠাকুরের(১৮৭১-৫১)
★অলঙ্কার বিষয়ক বিখ্যাত কাব্যজিজ্ঞাসা
গ্রন্থটি কার?
--অতুলচন্দ্র গুপ্তের।
★শ্রীমধুসূদন,বঙ্কিমবরণ,সাহিত্য বিতান,
সাহিত্য বিচার,বাংলার নবযুব প্রভৃতি প্রবন্ধগ্রন্থগুলোর রচয়িতা কে?
--মোহিতলাল মজুমদার(১৮৮৮-৫২)।
★ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর জন্ম-মৃত্যু কত সালে?
--(১৮৯০-১৯৭৭)
★রবীন্দ্রনাথ,কাব্যপ্ররিক্রমা প্রবন্ধ ২টি কে লিখেছেন?
--অজিতকুমার চক্রবর্তী(১৮৮৬-১৮)
★সাহিত্য সমালোচনা বিষয়ক
"সাহিত্য সন্দর্শন"গ্রন্থটি কার?
--শ্রীশচন্দ্র দাশের।
#__সাহিত্যের_ইতিহাস_বিষয়কগ্রন্থ
★বাংলা সাহিত্যের প্রথম বিস্তৃত ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন কে?
--রামগতি ন্যায়রত্ন।
★বাংলা সাহিত্যের প্রথম বিস্তৃত ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম কী?
--বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব"(১৯৭৩)।
★"বঙ্গভাষা ও সাহিত্য"গ্রন্থটি কার?
--ড.দীনেশচন্দ্র সেনের(১৮৯৬)।
★চার খণ্ডের"বাংলা সাহিত্যের ইতিহাস"
গ্রন্থটি কার?
--ড.সুকুমার সেন(১৯৪০)।
বাংলা সাহিত্যের কথা-১৯৩৯ এটিও তাঁর।
★বাংলা সাহিত্যের সম্পপূর্ণ ইতিবৃত্ত"গ্রন্থটি কার?
--ড.অমিতকুমার বন্দ্যোপাধ্যায়(১৯৫৯)
★"বাংলা সাহিত্যের রূপরেখা"গ্রন্থটি কার?
--গোপাল হালদারের।
★বাংলা সাহিত্যে প্রথম রচনা বলা হয় কোন গ্রন্থকে?
--রামরাম বসুর "রাজা প্রতাপাদিত্য চরিত্র"(১৮০১)
★"ডেবিড হেয়ারের জীবনচরিত"কে লেখেন?
--প্যারিচাঁদ মিত্র(১৮৭৮)সালে।
★"সকল আত্মজীবনী মিথ্যা"কে বলেছেন?
--বার্নাড শ(কারণ লেখকের পক্ষে সকল স্মৃতি মনে রাখা সম্ভব নয়)
★বিদ্যাসাগর চরিত"কার কী ধরনের গ্রন্থ?
--ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবননী।
No comments:
Post a Comment