31. অনু জলবায়ু (Microclimate) :- ভূপৃষ্ঠের কোন ঘটনা বা বস্তুর চারপাশে পরিবেষ্টিত জলবায়ু ।
32. গুচ্ছ মেঘ (Cirrus) :- ভূপৃষ্ঠ থেকে 6-12 কিঃমিঃ উচ্চতায় অবস্থিত সুতোর গোছাকৃতি মেঘ ।
33. ক্যালিনা কুয়াশা (Calina Mist) :- গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের বায়ুমণ্ডলে উৎপন্ন ধূলিকণা যুক্ত কুয়াশা ।
34. ক্যাম্বিকো কুয়াশা (Cambico Mist) :- অ্যাঙ্গোলার সমুদ্র উপকূলীয়ভাগে সংঘটিত ঝিরঝিরে বৃষ্টি ও কুয়াশার সংমিশ্রিত অবস্থার স্থানীয় নাম ।
35. চরম জলবায়ু (Extreme Climate) :- যে জলবায়ুতে উষ্ণ ও শীতল মাসগুলির মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি ।
36. সৌর দিন (Solar Day) :- পরপর দু' দিনে সূর্যের কোন নির্দিষ্ট দ্রাঘিমারেখা অতিক্রমের মধ্যবর্তী সময় ব্যবধান ।
37. মৃৎ জলবায়ু (Soil Climate) :- কোন মৃত্তিকা স্তরের নিজস্ব তাপমাত্রা ও আদ্রতার সম্মিলিত অবস্থা ।
38. সৌর ধ্রুবক (Solar Constant) :- বায়ুমণ্ডলের বহিঃপ্রান্তে প্রতি বর্গ একক ক্ষেত্রে সৌর বিকিরণের মাত্রা ।
39. স্কথ কুয়াশা (Scoth Mist) :- ব্রিটেনের পার্বত্যাঞ্চলে ভূপৃষ্ঠের নিকটবর্তী মেঘ থেকে সংঘটিত ইলসেগুঁড়ি আকৃতি বৃষ্টির স্থানীয় নাম ।
40. স্কুড (Scud) :- বর্ষণ স্তর মেঘের নিম্নে অবস্থিত ছিন্নভিন্ন এবড়ো-খেবড়ো মেঘ স্তর ।
41. লিচেট (Leachate) :- ভূমিপূরণ (Landfill) প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ ধোয়া জল ।
42. পকেট ভ্যালি (Pocket Valley) :- ভৌম জলাধার সক্রিয় ভূমিভাগে যে উপত্যকায় অন্তঃসলীলা নদী পুনরায় ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে ।
43. তাপ সাম্য (Heat Balance) :- আপতিত সৌরতাপ ও প্রতিফলিত সৌরতাপের সমতা ।
44. এল নিনো (El Nino) :- প্রশান্ত মহাসাগরীয় নিরক্ষীয় অঞ্চলে উদ্ভুত অনিয়মিত, অস্থির ও অনির্দিষ্ট ব্যতিক্রমী উষ্ণ স্রোত ।
45. মোনেক্স (MonEx - Monsoon Experiment) :- বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে মৌসুমী বায়ুর উৎপত্তি ও কার্যকলাপের গবেষণা সমন্ধীয় কর্মসূচী ।
No comments:
Post a Comment